রূপসায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের প্রস্তুতি সভা গতকাল ৫ মে বিকাল ৩ টায় পালের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইউব মল্লিক বাবু , মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইব্রাহিম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা আক্তার ফারুক, শ ম জাহাঙ্গীর, যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, আছাদ বাবু, কামাল হোসেন লেলিন, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, হীরণ আহম্মেদ হিরু, মোঃ ইকরাম শেখ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিহির কুমার পাল, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ফরিদ শেখ, মোঃ ফরহাদ সরদার, শামসুল হক লালা, হুমাউন কবীর মোড়ল, মোরাদ মোল্লা, আসাদুজ্জামান রিয়াজ, মোঃ বাবুল শেখ, শুভংকর বসু, হাবিব শেখ, হায়দার আলী খোকন, আঃ সালাম মিনা, আক্রাম খান, ইদ্রিস মোল্লা, সাইদুর রহসান টুলু প্রমুখ।