ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রূপসায় প্রবাসীর স্ত্রীকে মারপিট  করে টাকা ও স্বর্ণালংকার লুট

রূপসা প্রতিনিধি : রূপসায় প্রবাসীর মা ও স্ত্রী-সন্তানকে দফায় দফায় মারপিট করা হয়েছে। লুট করা হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ইলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রবাসীর স্ত্রী নাজমা (৩৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানা পুলিশ মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী আব্দুস সামাদ শেখ এর মা মরিয়ম ও স্ত্রী নাজমা দুই সন্তান নিয়ে ইলাইপুর বসবাস করছে। ১৮ জুন সকালে নাজমার বাড়ির কেয়ারটেকার বিল্লালের নিকট ইলাইপুর মোড়ের মুদি দোকানদার মাওলানা জসিম উদ্দীন তার পাওনা দোকান বাকীর টাকা নিতে আসে। দেনা-পাওনা নিয়ে কথা বলার মধ্যে একই এলাকার মৃত জব্বার শেখ এর ছেলে আব্দুর রহমান সেখানে এসে বিল্লালকে চড়-থাপ্পড় মারতে থাকে। নাজমা এর প্রতিবাদ করলে তাকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে যায়। এঘটনার পর আব্দুর রহমান ও মোজাফ্ফারের স্ত্রী এসে নাজমা ও তার শাশুড়ি মরিয়ম ও স্কুল পড়ুয়া মেয়ে নিপুনকে (১৩) মারপিট করে চলে যায়। এদিকে উক্ত আব্দুর রহমান ও দোকানদার মাওলানা জসিম উদ্দীন স্থানীয় মেম্বরের নিকট বিল্লালকে ধরে নিয়ে পাওনা টাকা আদায় করে নেয়। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রহমান ও জসিম উদ্দীনের নেতৃত্বে ৭/৮ জন নারী-পুরুষ সঙ্গবদ্ধ হয়ে আবরো নাজমার ঘরে প্রবেশ করে তাদের তিনজনকে বেধড়ক মারপিট করে। এসময় তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেন ও একলাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগীতায় নাজমাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি নাজমা জানায় উক্ত রহমান গং দীর্ঘ দিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা আদায় করেছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন বলেন, মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতালে খোজ-খবর ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে নিয়মিত মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |