ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রূপসায় বর্তমান সরকারের উন্নয়ন ও শোকাবহ আগষ্টের তাৎপর্য তুলে ধরে পলাশের গনসংযোগ 

রূপসা প্রতিনিধিঃ খুলনা মহানগর যুবলীগের সভাপতি, খুলনা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সফিকুর রহমান পলাশ আজ ২ আগষ্ট বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং শোকাবহ আগষ্টের তাৎপর্য তুলে ধরে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাইন তালুকদার, রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন, আওয়ামীলীগ নেতা আলমগীর মল্লিক,খুলনা জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক কাজল, আওয়ামীলীগ নেতা মিনা জিন্নাত আলী, নাসির হোসেন সজল, সাখাওয়াত মোল্যা,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, আওয়ামীলীগ নেতা বাসুদেব রায় চৌধুরী, মনজু মিনা, মৃন্ময় ধর শিপন, মাহবুবুল আলম, জুলফিকার আলী, মাহির শেখ, শিকদার মুস্তাহিন, ইলিয়াস মিনা, হানিফ খান, জাকির মোল্যা, নান্নু মিনা, মাহবুব উদ্দীন মিঠু, যুবলীগ নেতা ব্রজেন দাস, রতন মন্ডল, শাহরিয়ার মানিক, আঃ রউফ শিকদার, শাহাবুদ্দিন খান শুভ, জবেদ তালুকদার, শিশির গোলদার, তুষার দাস, জাফর সরদার, শেখ মহিউদ্দিন জাবেদ, হাসান আলী, আবু আহাদ কালু, শামীম মুন্সী, আব্দুর রহিমা মিনা, জনি খান, ছাত্রলীগ নেতা মুক্তাজুল ইসলাম সোহাগ, রূপম দাস, সজীব পাল শুভ, নাহিদ হাসান সোহেল, নবির হোসেন, প্রান্ত শীল, হাসান মিনা, গিরি তরফদার, সাহেদ মিনা, ফয়সাল শেখ, মেহেদী হাসান সুরত, হাবিব ফকির, শাকিল মিনা, রিমাজ মিনা, সুমন তালুকদার, আজমাইন মিনা, অপু মিনা, মশিউর শেখ, সাবলিল মিনা, সালমান মিনা, লিমন কাজী,সালমান মোল্যা, মোবারেক তালুকদার, জসীম মিনা, রনি মোল্যা, রিচ মোল্যা, সাকিব মোল্যা, আশা মুন্সী, সাগর মোল্যা প্রমূখ।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |