ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রূপসায় বিদুৎপৃষ্ঠ হয়ে একই পরিবারের দুই ভাই নিহত

রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর  গ্রামে গত ২১ আগষ্ট রাতে দ ঘেরে দেওয়া বিদুৎ থেকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। মরহুমের পরিবাবেব আহযারীসহ শোকের মাতুম থামছে না। মৃত ব্যক্তিরা হলেন আনন্দনগর ছোটঝিলে এলাকার মৃত সরোয়ার শেখের পুত্র মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল হোসেন শেখ (৩২)। এলাকাবাসী ও ভূক্তোভোগী পরিবার সূত্রে জানা যায় গত ২১ আগষ্ট বিকেল ৫ টায় ইকবাল হোসেন তার মৎস্য ঘের থেকে কাজ করে ফেরার সময় পার্শ্ববর্তী ঘের মালিক একই এলাকার মৃতঃ সৈয়দ আলীর পুত্র জের আলী মোল্যার মৎস্য ঘেরে গুনোর তারে অবৈধ বিদুৎ সংযুক্ত  পেতে রাখা ফাঁদে জড়িয়ে বিদুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুবরন করে। ইকবালের মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে জের আলী মোল্যা পালিয়ে যায়। ইকবালের স্ত্রী ফাতেমা বেগম বারবার জের আলী মোল্যার কাছে স্বামীর ব্যাপারে তথ্য জানতে চাইলে তিনি কিছু জানেনা না বলে ইকবালের স্ত্রীকে জানায়। পরবর্তীতে স্বামী ফিরে আসতে দেরী দেখে ইকবালের পরিবারের লোকজনকে অবহিত করে। এঘটনায় ইকবালের বড় ভাই মোদাচ্ছের শেখ ও তার স্ত্রী রূমা বেগম ইকবালকে খুজতে পুটিমারী বিলে জের আলী মোল্লার মৎস্য ঘেরে যায় । মোদাচ্ছের জের আলীর ঘেরে পৌঁছালে তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হয়। ঘটনা প্রতাক্ষ করে মোদাচ্ছেরের স্ত্রী রূমা বেগম দৌড়ে গিয়ে বিদুৎ এর মেইন সুইচ অফ করে দিলেও মোদাচ্ছের বিদুৎপৃষ্ঠ হয়ে মারা যান। পরবর্তীতে থানা পুলিশ  লাশ উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা  করে। পুলিশ তাদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করেছে। এ ব্যাপারে রূপসা থানার ওসি মোঃ শাহিন জানান অবৈধ বিদ্যুৎ সংযোগকারী জের আলীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে এবং লাশ দুটি ময়নাতন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |