রূপসায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়


রূপসা প্রতিনিধিঃ পূর্ব রূপসা বাজারে ভোক্তা অধিকার আইনে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখার দায়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় মেসার্স মেহেদী ট্রেডার্সকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য সেলফে সংরক্ষণ ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় মেসার্স রিপন ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫মে বুধবার বিকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান অভিযানটি পরিচালনা করেন। তিনি বাজারের ফুটপাত দখল, রাস্তার উপর মাছ, মুরগী ও সব্জি বিক্রয়ের ফলে সৃষ্ট সমস্যাগুলি পরিদর্শন করেন এবং অনতিবিলম্বে ব্যবসায়ী ও বাজার কমিটির কর্মকর্তাদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার ইতিবাচক মনোভাব পোষণ করেন। তাছাড়া ভোক্তাদের স্বার্থে ভোক্তা অধিকার আইনে অভিযান ও বিভিন্য বাজার পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।