রূপসায় আওয়ামীলীগ নেতার মায়ের জানাযা সমপন্ন


রূপসা প্রতিনিধিঃ রূপসায় ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোল্যা তাহিদুল ইসলামের মাতা আয়শা বেগম (৯০) গত ৮ জানুয়ারী সন্ধায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী ———— রাজিউন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতী নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহী রেখেগেছেন। গত ৯ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় মরহুমার জানাযা নামাজ মুফতি মতিউর রহমানের ইমামতিতে আনন্দনগর মেঝজিলা জামেমসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, মাওলানা আঃ সালাম জাহেদী, মুফতি মাওঃ জালাল উদ্দিন, মাওঃ আবু সালেহ লস্কর, আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেন মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, বি এন পি নেতা এস এম এ মালেক, মোঃ মিকাঈল বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা গাউসুল হক লস্কর, মুনসুর আলী বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মোঃ রেজোয়ান শেখ, মুরাদ মোল্লা, শরিফুল ইসলাম মোল্লা, শিপন মোল্লা প্রমুখ। জানাযা নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাছাড়া মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ বিবৃতি দাতারা হলেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা ওহিদুজ্জামান মিজান, ইউনিয়ন পরিষদ সচীব মোঃ নবীর হোসেন, ইউপি সদস্য মোঃ আবু সালেহ লস্কর, মোঃ সাহেব আলী শেখ, সাজ্জাদ হোসেন সাকিল, আজিজুল ইসলাম নন্দু, দিবাংশু মালাকার মনি, সমর মন্ডল, মোঃ শফিকুল ইসলাম, কাজী আঃ কুদ্দুস, সুকুমার বৈরাগী, স্বপ্না রাণী পাল, বিনোদীনি পাল, আইরিন আক্তার প্রমুখ।