রূপসায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা পশ্চিমপাড়া বালুর মাঠ পালের হাট চত্ত্বরে ডোমরা যুব সংঘের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল গতকাল ২৮ ডিসেম্বর রাতব্যাপী অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করেন আন্তর্জাতিকখ্যাতি সমপন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল বাশার হেলালী। প্রধান বক্তা ছিলেন বসুপাড়া জামেমসজিদের খতিব হযরত মাওলানা নাজমুচ্ছাকিব। সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সামাদ শেখ এর সভাপতিত্বে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতী মোঃ রাশেদুল ইসলাম। মাওলানা মোঃ নাছিমুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন হাফেজ মোঃ নাদির হোসেন, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, এ্যডঃ এস্কেন্দার আলী, মোঃ হায়দার আলী, মোঃ মিকাঈল মল্লিক, মোঃ মাছুম সরদার, রুবেল মল্লিক প্রমুখ