রূপসায় নির্বাচন উপলক্ষ্যে ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের কর্মী সভা


রূপসা প্রতিনিধি: আসন্ন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সাধন অধিকারীর পক্ষে নির্বাচনী প্রচার কাজ বৃদ্ধি করার লক্ষ্যে ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক কর্মী সভাগত ১৭ নভেম্বর বিকালে গোয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নির্বাচনী এ কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান। ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ: রউফ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ব্রজেন দাশ, প্রদীপ বিশ^াস, এমপি কো অর্ডিনেটর নোমান ওসমান রিচি। আমন্ত্রিত অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী সাধন কুমার অধিকারী। ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব রতন মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা গোপাল চন্দ্র মন্ডল, অধ্যাপক আল মামুন সরকার, অধ্যাপক ফাল্গুনী মুখার্জী, মুনির হোসেন মোল্লা, তাহিদুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা সুব্রত বাকচী, মৃনাল সরকার, আওয়ামীলীগ নেতা শান্তিরাম মল্লিক, জ্ঞানেন্দ্রনাথ মালাকার, সমর মন্ডল, আবুল কালাম আজাদ, মিঠু মুন্সী, এ্যাড. বিশ^জিত তরফদার, উত্তম বিশ^াস, মুরাদ মোল্লা, নাজিদ শেখ, সাগর অধিকারী, চিত্ত রঞ্জন সেন, আজিম, মাখন দাস, সুজন, স্বরুপ রায়, ফিরোজা বেগম, সাহিদা আক্তার, শরিফুল ইসলাম সোহাগ, সাইফুল ইসলাম শাওন, বাবু শিকদার প্রমুখ।