রূপসায় বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন


রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন উৎসবমুখর আনন্দঘন পরিবেশে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ অক্টোবর বিদ্যালয়ের সভাকক্ষে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন। সহকারী প্রিজাইডিং ছিলেন একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল ও সহকারী শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা। ২১৪ জন ভোটারে মধ্যে ভোট প্রয়োগ করেন ১৭৬ জন। ৪ টি সাধারন অবিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। মনির শেখ সর্বোচ্চ ১০৩ ভোট পেয়ে ১ম, মো: নাদিম খান ৮৩ ভোট পেয়ে ২য়, মো: আজাদ শিকদার ৭৪ ভোট পেয়ে ৩য় স্থান সদস্য পদ রাভ করেন। মো: জাকির হোসেন শিকদার ৭১ ভোট ও মো: রুহুল আমিন মোল্লা ৭১ ভোট পাওয়ায় উভয়ের মাঝে লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে মো: রুহুল আমিন মোল্লা ৪র্থ সদস্য হিসাবে বিজয়ী হন। তাছাড়া সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য হিসাবে সোনিয়া বেগম ৯১ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার আবুল কালাম আজাদ বীনা প্রতিদন্দীদায় দাতা সদস্য হিসেবে নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভপতি মোল্লা নাজির হোসেন ও প্রধান শিক্ষক শেখ মঞ্জুর আলী।