রূপসায় বিষাক্তদ্রব্য প্রয়োগ করে ঘের ব্যবসায়ীর লক্ষাধীক টাকার মাছ লুট


রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বড়জ্বালার বিলে মোঃ সেকেন্দার হাওলাদারের মৎস্য ঘেরে বিষাক্ত টেবলেট প্রয়োগ করে লক্ষাধীক টাকার ভিবিন্ন প্রজাতির মাছ লুট করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি সুত্রে জানাযায় গত ১৭ ডিসেম্বর ভোররাতে দুর্বৃত্তচক্র রুই, কাতলা, গ্লাসকার্প, মৃগেল, গলদা চিংড়ীসহ নানা প্রজাতির মাছ উক্ত মৎস্য ঘের থেকে লুট করে নিয়ে যায়। গরিব মৎস্যচাষী সেকেন্দার জানান আমার পার্শবর্তী ঘের মালিক হাবীব আমাকে দীর্ঘদিন ধরে মাছচাষ এবং ঘের সংক্রান্ত বিষয়ে নানা ভাবে হয়রানি করে আসছে আমার ধারনা হাবীবই আমার মৎস্য ঘেরে বিষাক্ত টেবলেট প্রয়োগ করে মাছ লুট করেছে এবং মৎস্য ঘেরের সকল মাছ মেরে আমাকে সর্বশান্ত করে দিয়েছে।