রূপসায় শিক্ষক কর্তৃক দশমশ্রেণির ছাত্রীকে মারপিট : ধামাচাপা দিতে প্রধান শিক্ষক ব্যস্ত


খুলনা অফিস : রূপসায় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে বেধড়ক মারপিট করেছে শিক্ষক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ক্লাশ চলাকালে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নানাভাবে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীসহ অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা গেছে, উপজেলার নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্লাশ চলাকালে দশম শ্রেণির ৩য় প্রিয়ডে কথা বলার অজুহাতে সহকারি শিক্ষক সরোজিত মন্ডল রাবেয়া আক্তার সীমাকে (১৫) কুঞ্চির লাঠি বেদম মারপিট করে। শিক্ষকের মারপিটে ওই ছাত্রী মারাত্মক অসুস্থ হয়ে পরবর্তী ক্লাশ শেষে বাড়ি ফিরে যায়। আহত সীমার পিতার নাম জাহিদুল ইসলাম। পিতা বাইরে থাকায় সে তার মা সাবিনা আক্তারের সাথে কিসমত খুলনা গ্রামে বসবাস করে। এদিকে বিদ্যালয়ে মারপিটে অসুস্থ হওয়ার খবর ধামাচাপা দেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানারা খাতুন ঘটনার রাতেই তিনজন শিক্ষক তাদের বাড়িতে পাঠান সীমা ও তার মাকে সান্তনা দেয়ার জন্য। সেইসাথে শিক্ষক সরজিতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে তাই এ বিষয় কাউকে কিছু না বলার জন্য ওই তিন শিক্ষক প্রধান শিক্ষকের বরাত দিয়ে অনুরোধ জানায় বলে সীমার মা সাবিনা আক্তার জানায়। এব্যাপারে শিক্ষক সরোজিত মন্ডল জানায়, আমি রাগের মাথায় ঘটনাটি ঘটিয়ে ফেলেছি। এ জন্য আমি অনুতপ্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াছুর রহমান বলেন, বিষয়টা আমার নলেজে নেই। তবে খোঁজ নিয়ে দেখছি। তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও জানান। উল্লেখ্য, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানারার বিরুদ্ধে রয়েছে অনিয়ম, দূর্ণীতিনহ বিস্তর অভিযোগ। তার বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ করার পরও কোন ব্যবস্থা না নেয়ায় বিদ্যালয়টিতে সকল প্রকার অনিয়মের সীমারেখা ছাড়িয়ে গেছে বলে একাধীক সূত্র দাবি করেছে।