রূপায় সড়ক দুর্ঘটনায় দুই বছরের শিশুকন্যা নিহত


রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শরিফুল ইসলাম সোহাগের শিশু কন্যা আফরিন (২বছর ৫ মাস) গতকাল ২৩ এপ্রিল বিকেল ৪ ঘটিকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ———— রাজেউন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রেজানাযায় বাচ্চাটি রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত ইজিভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। লোকজন ছুটে এসে বাচ্চাটিকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এম্বুলেন্স যোগে খুলনা মেডিকেলে নেওয়ার পথে শিশু আফরিন ইন্তেকাল করে। মুহূর্তে সোহাগের পরিবারে ঈদের আনন্দ শোকে পরিণত হয়। হঠাৎ এমন বেদনাদায়ক ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।