রোহিঙ্গা গ্রামগুলো গুঁড়িয়ে দিচ্ছে মিয়ানমার সরকার


আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে মিয়ানামারের রাখাইনে রোহিঙ্গা মুসলমান অধ্যুষিত গ্রামগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে দেশটির সরকার। । ধারণা করা হচ্ছে, সামরিক বাহিনী কর্তৃক ধ্বংসযজ্ঞ ও গণহত্যার চিহ্ন মুছে ফেলতেই গ্রামগুলো ধ্বংস করা হচ্ছে।
আমেরিকার কলোরাডোভিত্তিক ডিজিটাল গ্লোব নামের একটি সংস্থা বার্তা সংস্থা জানায়, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা গেছে, রোহিঙ্গা অধ্যুষ্যিত প্রায় ২৮টি জনমানবশূন্য গ্রাম বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। অন্যান্য গ্রামগুলো গুঁড়িয়ে দেয়ার জন্য সেনাবাহিনীর তৎপরতাও ধরা পড়েছে।
উল্লেখ্য, গত বছরের আগস্ট মাস থেকে মিয়ানমারের সরকারি বাহিনীর অত্যাচারে প্রায় ছয় লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। ওই অভিযানে অন্তত আট হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন বলে জানা গেছে।
রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর এই নিপীড়নকে জাতিগত নিধনের আদর্শ উদাহরণ হিসেবে আখ্যা দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রধান। এছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি প্রতিবেদনে বিষয়টিকে ‘জাতিগত নিধন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।