র্যাব-১৩ নীলফামারীর অভিযানে ১৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


এম.এ.শাহীন: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩, ক্রাইম প্রিভেনশন নীলফামারীর কোম্পানী-২, এর একটি বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক সিন্ডিকেট অন্যতম মূলহোতা মোঃ রেজাউল ইসলামকে (৪২) আটক করেছে।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ শনিবার(১২ আগষ্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে উক্ত মাদক ব্যবসায়ীর নিজবাড়িতে তল্লাশী চালিয়ে ১৩২ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এঘটনায় নীলফামারী র্যাবের পক্ষে মামলা দায়ের করে আসামীকে দিনাজপুর থানায় হস্তান্তর করা হয়।