ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে চোরাই স্বর্ণালংকারসহ ১ চোর আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে এক প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া ৫ ভরি স্বর্ণালংকারসহ এক চোরকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। আটক চোর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মহল্লার মোঃ দুলালের ছেলে মোঃ আরিফুল ইসলাম আরিফ (২২)। সোমবার এক প্রেসনোটে র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আবদুল¬াহ আল মুরাদ এর নেতৃত্বে সোমবার (রবিবার দিবাগত রাত) রাত্রী আনুমানিক দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চাঁদলাই (মোন্নাপাড়া) এলাকায় অভিযান চালায়। এসময় গত ১০ দিন পূর্বে ব্রুনাই প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া স্বর্ণলংকার ২টি হাতের বালা, ১ জোড়া কানের দুল, ১টি লকেট, যার মোট ওজন ৫ভরি (অনুমানিক মূল্য-২ লক্ষ টাকা), ২টি মোবাইল ফোন, নগদ-১,৮৮০/-টাকাসহ এলাকার কুখ্যাত চোর আরিফুল ইসলাম (আরিফ)কে হাতেনাতে আটক করা হয়। ঘটনার বিবরণে প্রকাশ, গত ২৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁদলাই (জোড়বাগান) এলাকার ব্রুনাই প্রবাসী মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ মজিবুর রহমানের রান্নাঘরের ভিতরে ঢুকে আলমারীর ভিতরে থাকা সিন্দুক খুলে স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি হয়। মোঃ মজিবুর রহমান এ সংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প তাদের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁদলাই (মোন্নাপাড়া) এলাকার মোঃ ডালিম হাসান, পিতা-মোঃ রেজাউল করিম এর অটো চার্জার গ্যারেজের সামনে রাস্তার উপর একজন ব্যক্তি গোপনে বেশ কিছু স্বর্ণলংকার বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামী মোঃ আরিফুল ইসলাম (আরিফ)কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত চুরির ঘটনা স্বেচ্ছায় স্বীকার করে। আসামী আরিফুল ইসলাম একজন প্রসিদ্ধ চোর। সে বহুবার বিভিন্ন বাসা ও স্থানে চুরি করেছে এবং একাধিকবার আদালতে শাস্তিও হয়েছে। ইতোপূর্বে সে র‌্যাবের হাতে ককটেলসহ গ্রেফতার হয় এবং উক্ত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। চুরির পাশাপাশি সে বিভিন্ন প্রকার মাদকের নেশায়ও আসক্ত।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |