ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান ফেন্সিডিল ও পাজেরো জীপসহ ২শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : র‌্যাবের অভিযানে ৩ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১টি মিৎসুবিসি পাজেরো জীপসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক হয়েছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জস্থ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার সকালে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন টগরইল মধ্যপাড়া পাঞ্জেগানা মসজিদের সামনে নাচোল হতে আড্ডাগামী মহাসড়কের উপর অভিযান চালায়। এসময় ৩ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১টি মিৎসুবিসি পাজেরো জীপসহ রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম (দক্ষিণপাড়া)’র মোঃ শামসুজ্জামান এর ছেলে মোঃ রবিন (২৬), এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাররশিয়া ইসলামপুরের মৃত বিশুর ছেলে মোঃ তছলিম (৫০) হাতেনাতে আটক করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব এক প্রেসব্রিফংএ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক স¤্রাট ও ব্যবসায়ী ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে একটি মিৎসুবিসি পাজেরো জীপে বহন করে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার আড্ডার দিকে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা সীমান্ত এলাকার নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন টগরইল মধ্যপাড়া পাঞ্জেগানা মসজিদের সামনে নাচোল হতে আড্ডাগামী মহাসড়কের উপর অভিযান চালায়। এসময় (ঢাকা মেট্টো-ঘ-০২-১৫৮২) নম্বরের একটি কালো রংয়ের মিৎসুবিসি পাজেরো জীপ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র‌্যাবের দল কৌশলে ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের জীপসহ আটক করে। এসময় পাজেরো জীপে তল্লাসী চালিয়ে ৩ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম (দক্ষিণপাড়া)’র মোঃ শামসুজ্জামান এর ছেলে মোঃ রবিন (২৬), এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাররশিয়া ইসলামপুরের মৃত বিশুর ছেলে মোঃ তছলিম (৫০) হাতেনাতে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য চোরাইপথে ও অবৈধভাবে সংগ্রহ করে জীপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করেছে এবং তারা একটি সংঘবন্ধ সক্রিয় চক্র হিসাবে মাদক ব্যবসা করে যাচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |