লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিক এম.এ মালেকের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


কাজী ওসমান মোরশেদ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি, লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা,লক্ষ্মীপুরের সাংবাদিকতার অগ্রদূত মরহুম এম এ মালেকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল ১৩ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যেগে দেওয়ান বাড়ি সড়কস্থ কার্যলয়ে অনুষ্ঠিত শোক সভায় বক্তারা বলেন, সাংবাদিক এম.এ মালেক ছিলেন সাংবাদিক সৃষ্টির দক্ষ কারিগর। বন্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ছড়িয়ে দিতে তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি ছিলেন সাংবাদিক ঐক্যের প্রতীক। সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, সু-সাহিত্যিক ও দক্ষ সমাজ সংগঠক মরহুম এম.এ মালেকের লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পর্যায়ে অবদানের কথা স্মরণ করে বক্তারা আরো বলেন, সাংবাদিক মালেকের আদর্শ অনুসরণ করে লক্ষ্মীপুরে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারের রহমান বাবুলের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা গাজী গিয়াস উদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাব সভাপতি মোঃ কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাহবুবুর রশীদ চৌধুরী, সাবেক পৌর কমিশনার জাকির হোসেন আরজু, এনজিও ব্যক্তিত্ব নুর মোহাম্মদ, একুশে টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি আজিজুর রহমান আযম, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এডভোকেট ফখরুল ইসলাম জুয়েল, দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি কাজল কায়েস প্রমুখ। শোক সভায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দৈনিক এশিয়া বাণীর জেলা প্রতিনিধি সাংবাদিক কাজী ওসমান মোরশেদ ও সঞ্চালনা করেন রিপোটার্স ইউনিটির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম খান