লালমনিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও বাৎসরিক দোয়া মাহফিল


মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।লালমনিরহাটের সদর উপজেলার তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় ও উদ্যোগে বিদায়ি এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা স্বপন, খোরশেদ আলম মজনু। এছাড়া ছাত্র/ছাত্রী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকগণসহ উপস্থিত ছিলেন।