লালমনিরহাটে গুড়িয়াদহ পশ্চিমপাড়া বায়তুন—নুর জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীর মাহফিল অনুষ্ঠিত


মোঃ রেজাউল করিম লালমনিরহাট। লালমনিরহাটে গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের গুড়িয়াদহ পশ্চিমপাড়া বায়তুন—নুর জামে মসজিদের উন্নয়নকল্পে যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে গুড়িয়াদহ পশ্চিমপাড়া বায়তুন—নুর জামে মসজিদের উন্নয়নকল্পে যুব সমাজের উদ্যোগে অত্র মসজিদ সংলগন মাঠে বিশাল তাফসীরুল মাহফিলে কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন প্রধান তাফসিরকারক সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাছিরে কুরআন হযরত মাওলানা মোঃ আতাউল গনি ওসমানী সাহেব, দ্বিতীয় তাফসিরকারক তরুণ ইসলামী চিন্তাবিদ ও মুফাছিরে কুরআন হাফেজ মোঃ শফিউল আজম সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরাম তাফসীর পেশ করেন। বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি লালমনিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। প্রধান পৃষ্টপোষক গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরকার টোটন,বিশেষ অতিথি গুড়িয়াদহ পশ্চিমপাড়া বায়তুন—নুর জামে মসজিদের খতিব মোঃ আলতাফ হোসেন, সাংবাদিক মোঃ রেজাউল করিম, উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় সহকারী শিক্ষক ওমর ফারুক দুলাল ও মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের সহ—সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন মোফা। পরে দেশ ও সকলের মঙ্গল কামনায় উপস্থিত সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়।