লালমনিরহাটে জাতীয় ও অভন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপন


মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী, আলোচনা ও ক্রীকেট ম্যাচ উদ্বোধন করা হয় শেখ কামাল স্টেডিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাক মোহাম্মদ উল্যাহ, বিশেষ অতিথি পুলিশ সুপার সাইফুল ইসলাম,জেলা ক্রীড়া সম্পাদক অ্যাড আবু আহাদ খন্দকার লেলিন,ও সদস্য জেলা ক্রীড়া সংস্থা রাশেদু জামান মিলু
আলোচনা ও ক্রীকেট ম্যাচ উদ্বোধন শেয়ে অতিথি বৃন্দু র্যালী করে স্টেডিয়াম ছত্তরে বৃক্ষরোপণ করেন।