লালমনিরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজনে আলোচনা সভা


মোঃ রেজাউলকরিম, লালমনিরহাট লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২৩শে আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলাপ্রশাসক মোহাম্মদ উল্যাহ। লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাÐ ও হত্যাকাÐ পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করা হয়। আলোচনাসভায় শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থী-সহ মোট দুইশত জন উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নয় জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।