লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে তুলসী রানী (৪৬) নামে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলী নামক স্থানে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লোকাল ট্রেনে কাটা পরে তুলসী রানীর দেহ ৩ খন্ড হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহত তুলসী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ৬ নং ওয়ার্ডের সুবলচন্দ্র এর স্ত্রী।
বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম বলেন, পাটগ্রামের করবস্থান নামক এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করবে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতের বিনা ময়না তদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।