ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং

মোঃ রেজাউলকরিম, লালমনিরহাট। লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ দিলশাদ জাহান, সিনিয়র সহকারী কমিশনার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার নাজিয়া নওরীন, জেলার কর্তব্যরত সাংবাদিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এটুআইয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ও ১৭ নভেম্বর লালমনিরহাটের কালেক্টরেট মাঠ চত্ত্বরে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |