ঢাকা, বুধবার, ৪ঠা অক্টোবর ২০২৩ ইং | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাটে পরীক্ষা না দিয়েও পাসের তালিকায় রোল নম্বর

মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট। লালমনিরহাটে এক পরীক্ষার্থী লিখিত ভাবে নিজেই জানিয়েছেন যে তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের “পরিবার কল্যাণ সহকারী” পদে লিখিত পরীক্ষায় অংশ নেননি। তবে এ পরীক্ষায় পাস করা চাকরিপ্রার্থীদের তালিকায় তাঁর রোল নম্বর আছে। লালমনিরহাটের ওই পরীক্ষার্থীর নাম মুনাফা খাতুন। পরিবার কল্যাণ সহকারী পদে তাঁর রোল নম্বর ১২০৫১১৫৫।
এ ঘটনায় বুধবার (২ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা পরিবার পরিকল্পনা ৩য় ও ৪র্থ শ্রেণির জনবল বাছাই/নিয়োগ কমিটির সভাপতি মোঃ আবু জাফর-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোছাঃ জান্নাতুন ফেরদৌসী নামের অপর এক চাকরিপ্রার্থী। তিনি মুনাফা খাতুনের ননদও বটে।
পরীক্ষায় অংশ না নেওয়া মুনাফা খাতুন সাংবাদিকদের বলেন, আমি এক সপ্তাহ আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছি। এ কারণে লালমনিরহাটে গিয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারিনি। কিন্তু লিখিত পরীক্ষায় পাস করা চাকরিপ্রার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে আমার রোল নম্বরও রয়েছে।
মুনাফা খাতুন সাংবাদিকদের আরও বলেন, আমার ননদ জান্নাতুন ফেরদৌসীর রোল নম্বর ১২০৫১১৫৬। আমার রোল নম্বর ১২০৫১১৫৫। দুটি রোল নম্বর পাশাপাশি হওয়ায় ফল মুদ্রণে ভুল হতে পারে। সঠিকভাবে তদন্ত করে ভুলটি সংশোধন করে আমার ননদকে কৃতকার্য দেখানো হোক। সে খুব ভালো পরীক্ষা দিয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর সাংবাদিকদের বলেন, এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি কলেজের কলা ভবনের তৃতীয় তলায় ৩১৮ নম্বর কক্ষে লিখিত পরীক্ষায় অংশ নেন অভিযোগকারী জান্নাতুন ফেরদৌসী। একই পদে পরীক্ষার্থী ছিলেন মুনাফা খাতুন। গত ২১ অক্টোবর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। এ কারণে মুনাফা খাতুন লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। ৩০ অক্টোবর ফল প্রকাশিত হয়। তাঁর রোল নম্বরও কৃতকার্য চাকরিপ্রার্থীদের তালিকায় আছে।

You must be Logged in to post comment.

গাংনীর বাঁশবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ। শিক্ষার্থী-অভিভাবকদের অভিযোগ আমলে নেয়নি শিক্ষা অফিস     |     ভ‚ঞাপুরে প্রতিশ্রæতি দেওয়ার একদিনপর মসজিদের রাস্তা মেরামত করল উপজেলা চেয়ারম্যান     |     আটোয়ারীতে ‘ সয়ন ’ হত্যার প্রতিবাদে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ     |     টাঙ্গাইলে চার মাদকসেবীর কারাদন্ড     |     ঠাকুরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ      |     মেহেরপুরে বিশ্ব বসতি দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     পঞ্চগড়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত, শিক্ষিকাকে অবরুদ্ধ প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার     |     ঝিনাইদহে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক, মাইক্রোবাস জব্দ     |     আটোয়ারীতে এক বীরমুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন     |     কমিটি করতে গিয়ে হামলার শিকার রেলমন্ত্রীর ছেলে     |