লালমনিরহাটে ফেনন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক


মোঃ রেজাউল করিম লালমনিরহাট : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২শ বোতল ফেনন্সিডিলসহ তোতা মিঞা(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ৩ মার্চ সকালৈ উপজেলার গোড়ল এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল এলাকায় অভিযান চালিয়ে ২শ বোতল ফেনন্সিডিলসহ তোতা মিঞাকে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।