লালমনিরহাটে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি


মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট।বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন আজ ২৮মে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার সকালে লালমনিরহাট জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলাপ্রশাসক মোহাম্মদ উল্যাহ। আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক মোছা. আফরোজা খাতুন। আলোচনাসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক ও বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির তাৎপর্য ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা হয়। আলোচনাসভার পর একই স্থানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।