ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাটে বন্যার পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। বন্যার পানিতে তলিয়ে গেছে লালমনিরহাটের তিস্তাপাড়ের কৃষকের স্বপ্নের ফসল আমন ধানসহ নানান জাতের সবজি।
জানা গেছে, ভারতীয় সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটের অর্থনীতির সিংহ ভাগ আসে কৃষি থেকে।
জেলার বেশির ভাগ পরিবার কৃষির উপর প্রত্যক্ষভাবে জড়িত। তিস্তা ধরলা আর সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটের ৫টি উপজেলার উপর দিয়ে বয়ে চলেছে তিস্তা আর ধরলা নদী।
ধান, ভুট্টা, পাট আর নানান জাতের সবজি জেলার চাষাবাদ করা ফসলের অন্যতম। কম খরচে চাষাবাদ হওয়ায় আমন ধান এ জেলার কৃষকের বড় স্বপ্নের ফসল।
তিস্তা নদীর বাম তীরের জেলা লালমনিরহাটের ৫টি উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে আমন ধান। কৃষকের স্বপ্নের সেই ফসল আমন ধান মধ্য বয়সী হতেই বন্যা আর ভারি বৃষ্টির পানিতে ডুবেছে। তিস্তা নদীতে পানি প্রবাহ কমে আসলে নদীতেও কমে যায় পানি। কিন্তু বন্যার সময় আমন ক্ষেতে প্রবেশ করা পানি পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে নামছে অনেকটা ধীর গতিতে। ফলে বাড়ির পানি নেমে গেলেও আমন ক্ষেতের পানি যেন নামছে না। ফলে টানা ৫/৬ দিন ধরে পানিতে ডুবে আছে ক্ষেতের ফসল। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় পচে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। জেলার অধিকাংশ আমন ক্ষেত এখন পর্যন্ত পানির নিচে নিমজ্জিত রয়েছে। যদিও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে গত ২দিন আগে।
গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, শুধু আমার আমন ক্ষেত নয়, পুরো এলাকার সবার ক্ষেত আজ ৬ দিন ধরে ডুবে আছে। ক্ষেতে জমেছে বন্যায় ভেসে আসা কচুরিপানা আর আবর্জনা। পানি কমলে কচুরিপানা সরানো যাবে। কিন্তু এরই মধ্যে আমন ধান গাছ পচে নষ্ট হচ্ছে। প্রতি ২৭ শতাংশ জমিতে প্রতিবছর ১৪/১৫ মণ করে ধান আসে। আমন চাষে সেচ খরচ নেই। তাই ফলন কম হলেও বেশ লাভ হয়। তবে এবার উৎপাদন খরচ তো দূরের কথা বাড়িতে চিড়া মুড়ি খাওয়ার মতোও ধান আসবে না।
কৃষক হাফেজ মাহাবুব রহমান জানান, বন্যার পানি শুধু নয়, বৃষ্টির পানিতেও ডুবে আছে বিস্তীর্ণ এলাকার আমন ধান ক্ষেত। এসব এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই কম। তাই নদীতে পানি কমলেও এসব পানি নামছে খুবই ধীর গতিতে। ফলে আমন ধান পচে নষ্ট হচ্ছে।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হামিদুর রহমান বলেন, গত বন্যায় জেলার ৯৪০ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। যার মধ্যে ২০ হেক্টর সবজি আর বাকি সব রোপা আমন। নষ্ট হওয়া ক্ষেতে নতুন করে আমন রোপণ করার সুযোগ নেই। তাই এসব জমিতে আগাম ভুট্টাসহ সবজি চাষাবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে সব এলাকায় পানি নিষ্কাশন অভাবে ক্ষেত ডুবে আছে। সেই সব এলাকায় কৃষি অফিসাররা তদন্ত করে স্থানীয় প্রশাসনের সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ মাছ আহরণের জন্য পানির পথ বন্ধ করে থাকলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও ব্যবস্থা নেওয়া হবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |