লালমনিরহাটে বাইতুন-নুর জামে মসজিদ পূননির্মান কাজের শুভ উদ্বোধন


মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।লালমনিরহাটের সদরের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে ২য় তলা মসজিদের পূননির্মান কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় মসজিদ মাঠে গুড়িয়াদহ পশ্চিমপাড়া বাইতুন-নুর জামে মসজিদ এর ২য় তলার পূণ নির্মান কাজে উপলক্ষে আলোচনা সভায় গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরকার টোটনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মতিয়ার রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরূজ্জামান সুজন, গোকুন্ডা ইউপি প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ছালেহা হক, ২নং ইউনিট সদস্য মোঃ রফিকুল ইসলাম, অত্র মসজিদের খতিব মোঃ আলতাফ হোসেন,ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথি এড.মতিয়ার রহমান বলেন, মসজিদের উন্নয়ন কাজের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা শেষে মসজিদের ভিত্তি প্রস্তÍÍর উদ্বোধন করা হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন গুড়িয়াদহ কেরামতিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সুপারিন্টেট মাওলানা মোঃ আব্দল কুদ্দুস। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মোঃ উমর ফারূক দুলাল।