ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

মোঃ রেজাউল করিম লালমনিরহাট।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি গরু পারাপারকারী এক যুবক নিহত হয়েছে। নিহতের লাশ বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। সকাল সাড়ে এগারোটা পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ঘটনাস্থলে লাশ পড়ে আছে। ২ জন বিএসএফ সদস্য লাশের পাশে দাড়িয়ে রয়েছে। ওই সীমান্তে বিপুল সংখ্যাক বিএসএফের গাড়ি ও সদস্যদেরকে দেখা গেছে। সোমবার (০৪ জুন) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে পাটগ্রাম ইউনিয়নের শেষ ও জগতবেড় ইউনিয়নের শুরু ভারতীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি গরু পারাপাকারীর নাম ইউছুফ আলী (২৬)। তাঁর বাড়ি জগতবেড় ইউনিয়নের মেছেরডাঙ্গা এলাকায়। বাবার নাম শাহ জামাল।
এলাকাবাসি ও স্থানীয় সীমান্তবর্তী সূত্র জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের ১৩ নম্বর উপপিলারের ভারতের সরকারপাড়া ও বাংলাদেশের কালীরহাট এলাকা সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীসহ উভয় দেশের ৪ থেকে ৫ জনের একটি দল গরু পারাপারের চেষ্টা করতে থাকে। ওই দলের মধ্যে ইউছুফ সীমান্তে যায়। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারত-বাংলাদেশের গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইউছুফের পেটে ও হাতে গুলি লেগে বের হয়ে যায় ও ঘটনাস্থলে মারা যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম- ‘সীমান্তে নিহতের ঘটনা শুনেছি। ওই সীমান্তের কালীরহাট বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে। কেনো গুলির ঘটনা ঘটেছে জানতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করা হবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |