লালমনিরহাটে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্পেইন


মোঃ রেজাউলকরিম, লালমনিরহাট। লালমনিরহাট জেলা পুলিশ এর আয়োজনে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় লালমনিরহাট পুলিশ লাইন্স এর ড্রিল শেডে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ মে) সকাল ১০ টায় ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক (প্রশাসন ও অর্থ), মো: আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট ,ডা. সাজ্জাদুল বারী (রকি) দীপ আই কেয়ার ফাউন্ডেশন, রংপুর, মোঃ মাসুক মেহেবুব, লজিস্টিক অফিসার, দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুর মোঃ সদরুল জামান (রাজু) সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।