লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন


মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
আজ দুপুরে জেলা শহরের মিশন মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধারা অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
মানববন্ধনে লালমনিরহাট সদর উপজেলা ও আদিতমারী উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন। এ কর্মসূচি থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবী জানান।
এ সময় লালমনিহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন জেলা অতিরিক্ত প্রশাসক টিএম মমিন।
প্রসঙ্গত, গত শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পূর্বপাড়ার নিজ বাসার সামনে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।