লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর জন্মবার্ষিকী উদযাপন


মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট।লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৫আগষ্ট ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন, লালমনিরহাট এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আফরোজা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা উদ্দিন আহমদ , পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সেবক ও কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা ক্রীড়াসংস্থা, জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।