লালমনিরহাটে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

মোঃ বেজাউল করিম, লালমনিরহাট। লালমনিরহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। কিন্তু জনদুর্ভোগ কমেনি।
প্রতিদিন বিকেল থেকে শুরু করে পরদিন সকাল ১১টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে গোটা জনপদ। দুপুরের আগে সূর্য্যরে দেখা মেলেনা। কুয়াশার সাথে যুক্ত হয়েছে উত্তরের হিমেল হাওয়া। ফলে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে এ জেলার জনজীবন। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন নিন্ম আয়ের মানুষ। পাশাপাশি গবাদি পশুগুলোও রয়েছে অনেক কষ্টে। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার রাজারাহাট আবহাওয়া অফিস জানায়, জেলার তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।