লালমনিরহাটে শর্টপিচ ক্রিকেট টুনামেন্ট-২০২৩ অনুষ্ঠিত


মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।লালমনিরহাট সদর উপজেলার গুড়িয়াদহ পাটোয়ারীটারী ঈদগাহ মাঠে ৩ জানুয়ারী(শুক্রবার) রাত ৮টায় “জাফর মার্কেট স্পোটিং ক্লাব” আয়োজিত “নাইট শর্টপিচ ক্রিকেট টুনামেন্ট-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
এ টুনামেন্টের শুভ উদ্বোধন করেন গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন ব্যাপারী, বিশেষ অতিথি মোঃ শামছুল হক সরকার চঞ্চল,সহকারী শিক্ষক আলতাফ হোসেন রিপন, সাংবাদিক মোঃ রেজাউল করিম, জাহাঙ্গীর খান, হাবিবুর রহমান নয়ন, জাফর মার্কেট স্পোটিং ক্লাবের সাংগঠনিক রাসেল ইসলাম আপেল, বকুল মিয়া, আনিছুর রহমান, হযরত আলী, মোকছেদুল ইসলাম, জামিল ইসলাম,শামীম হোসেন, কাওছার আলী, মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন গোকুন্ডা ইউনিয়ন পরিষদ ২নং ইউনিট সদস্য মোঃ রফিকুল ইসলাম। খেলা ভাস্যকর মোঃ মিস্টার রহমান ও স্কোরবোর্ড পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ ওমর ফারূক দুলাল। খেলায় অংশ গ্রহণ করেন কুড়িগ্রাম বনাম তিস্তা।