ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাটে শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির

মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।গত কয়েকদিন ধরে লালমনিরহাটে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। রবিবার তাপমাত্রা একটু বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। ফলে শীতের ঠান্ডার তীব্রতা না কমায় মানুষের দুর্ভোগ এখনও রয়েছে চরমে। গত রবিবার থেকে জেলায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এ তাপমাত্রা আরো কমতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এদিকে,অতিরিক্ত ঠান্ডায় লালমনিরহাটের জনজীবন কাহিল হয়ে পড়েছে। অনেকেই আগুন জ্বালিয়ে বা রান্নাঘরে বসে শীতের ঠান্ডা নিবারণে উত্তাপ নিচ্ছেন। তাপমাত্রা কয়েকদিন ধরে দীর্ঘ সময় নিম্নগামী থাকায় ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শীত জনিত রোগ থেকে রেহাই পাচ্ছেন না বৃদ্ধরাও।
লালমনিরহাটের ২০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ডায়রিয়া তাছাড়া শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ৪৪ জন শিশু। এছাড়াও সাধারণ ওয়ার্ডে বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন প্রায় দ্বিগুন রোগী। প্রতিদিন হাসপাতালের বহি:র্বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত ৫শ থেকে ৭শ রোগী। জেলার ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর চাপ।
সির্ভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, প্রচণ্ড শীতে গত ২৪ ঘণ্টায় ৪৪ জন শিশু ভর্তি হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পাঁচ উপজেলায় প্রায় ৬২ হাজার ২৪০টি কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আরও চাহিদা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |