ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট।লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখায় এটিএম বুথ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখা লালমনিরহাট, প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের আয়োজনে এ এটিএম বুথ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ এটিএম বুথের আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস রংপুরের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওয়াহেদুননবী, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ সরকার, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহির তাহু। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মোঃ তারেক উদ্দিন।
এ সময় সোনালী ব্যাংক লিমিটেড কালীগঞ্জ শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মোতাহারুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ি শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) সুমন সাহা। সঞ্চালক সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহীন আক্তার ভুঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |