লালমনিরহাটে ২১টি মোবাইল ফোন উদ্ধার


মোঃ রেজাউলকরিম, লালমনিরহাট: লালমনিরহাটের বিভিন্ন স্থান থেকে জনসাধারণের চুরি ও হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(২৬ ডিসেম্বর) সকালে লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। পুলিশ সুপার বলেন, চোরাই ও পুরনো মোবাইল ফোন কেনা বেচা করা অপরাধ। পুরনো মোবাইল ফোন কিনে বিপদে পরতে পারেন। এসময় তিনি সকলকে পুরনো মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর থানা অফিসার ইনচার্জ এরশাদুল হকসহ পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।