লালমনিরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত


মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।লালমনিরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে ২২ রবিবার জানুয়ারি আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ঘুঘুজান পাড়ায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উন্মুক্ত বৈঠকে বক্তব্য প্রদান করেন লালমনিরহাট জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও জেলা তথ্য অফিসার মো. মামুন অর রশিদ।
উন্মুক্ত বৈঠকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করা হয়। বৈঠকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ-সহ সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে আলোচনা করা হয়। উন্মুক্ত বৈঠকে তৃণমূল পর্যায়ের শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা তথ্য অফিসের উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মণ্ডলপাড়ায় আরও একটি উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।