লালমনিরহাট জেলা প্রতিষ্ঠার ৩৯ তম বর্ষপূতির আনন্দ উৎসব


মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে জেলা জাতীয় পার্টির আয়োজনে ১ ফেব্রুয়ারি জেলা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ উৎসব করা হয়।
এ আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন।সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর চৌধুরী, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল আউয়াল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান লিমন বলেন, আমরা কিছুদিন আগে দেখেছে এই জেলার একজন নেতা আমাদের প্রিয় নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বাংলাদেশের ৯ বছরের সফল রাষ্ট্র নায়ককে নিয়ে মহান সংসদে লালমনিরহাটের এক সংসদ সদস্য ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, আমি মহান সংসদের স্পিকার কে সাধুবাদ জানাই তিনি তার বক্তব্যকে অগ্রহযোগ্য বলে বিবেচিত করে সংসদের সকল রেকড থেকে মুছে ফেলেছেন।
এই জেলার উন্নয়নেও সব থেকে বেশি অবদান রেখেছেন মরহুম রাষ্ট্রপ্রতি হুসাইন মোহাম্মাদ এরশাদ। তিনি ঐ সময় লালমনিরহাটের নিলফামারী জেলার সাথে তিস্তা ব্যারেজ নির্মান করেছেন। জেলা সদর থেকে শুরু করে পাটগ্রাম পযন্ত সড়ক করে। তিনি নিজেই গাড়ি চালিয়ে গিয়ে সেই সড়ক উদ্বোধন করেছেন। তিনি আরও বলেন তার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তার নির্বাচনী ইস্তেহারের ফল সরূপ অর্থনৈতিক অঞ্চল ও মোগলহাট স্থলবন্দর টি দ্রুত চালু করার চেষ্টা করছেন ও আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন হবে বলে আশা করা যায়।