ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি” স্লোগান নিয়ে লালমনিরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স হলরুমে লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন লালমনিরহাট পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, সহযোগী অধ্যাপক (অবঃ) নজরুল ইসলাম মন্ডল, প্রধান শিক্ষক (অবঃ) লিয়াকত আলী ভূঞাঁ, আতিকুর রহমান, শামসুল আলম, স্বপ্না জামান, সুকান্ত সরকার, আলাউদ্দিন আল আজাদ, জাহাঙ্গীর শাহ, হাফিজ ফেরদৌস স্বপন, ফজলুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, সুজাতা বেগম, ফাতেমা বেগম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বসুনীয়াসহ লালমনিরহাট পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট পৌরসভার প্রস্তাবিত বাজেট ২০২৩-২০২৪ অর্থ বছর (খসড়া) প্রস্তাবিত সর্বমোট আয় ২৩৭,২০৫,৫৪৪.০০। প্রস্তাবিত সর্বমোট ব্যয় ২৩৩,৫১৯,০০১.০০। প্রস্তাবিত সর্বমোট উদ্ধৃত্ত ৩,৬৮৬,৩৬১.০০ ঘোষণা করা হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |