ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর শীঘ্রই চালু হচ্ছে ——জিএম কাদের

মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট।জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেন, শীঘ্রই লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু হচ্ছে। তিস্তা ও ধরলার নদীর ভাঙন রোধ হয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কালমাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন ও ঢাকনাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জিএম কাদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন,জেলায় একটা ইউনিভার্সিটি হয়েছে। এখানে, সমস্ত রাস্তাঘাট- পুল, কালভার্ট সংস্কার হয়েছে, রত্নাই নদীর উপর ব্রীজ হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি ঢাকনাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে আসলে শিক্ষকরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌসীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, ঢাকনাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম বিটু।
এর আগে,শনিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন ও মহেন্দ্রনগর এলাকার বিভিন্ন সড়কের পাকাকরনের কাজ উদ্বোধন করেন।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |