লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও মতবিনিময় সভা


মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট।লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার (২১আগষ্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিফট ইনচার্জ আলহাজ্ব মোঃ আইয়ুব আলী, শিফট ইনচার্জ উত্তম কুমার সিংহ, সিনিয়র শিক্ষক সুলতানা নাসরীন,সিনিয়র শিক্ষক সুব্রতলাল রায়, সহকারী শিক্ষক বিভূতি ভূষনমোহন্ত, সহকারী শিক্ষক মোঃ লাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ সোলেমান আলী।
মতবিনিময় সভায় শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ শিক্ষার মান উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা করেন। সভায় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।