ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

মোঃ রেজাউলকরিম,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শরিফুল ইসলাম সাদ্দাম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার ভোরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাবেরুল ইসলাম মনা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শরিফুল ইসলাম সাদ্দাম উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের আছির উদ্দিনে ছেলে।
এলাকাবাসী ও বিজেপি সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাত ৪টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১৫ বিজিবি ব্যাটালিয়ানের আওতাধীন গেন্দুগুড়ি সীমান্তের পিলার নং ৯০১ সংলগ্ন জিরো লাইন হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে মো. শরিফুল ইসলাম সাদ্দামসহ ৬-৭ জন গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বড় মরিচা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে শারীরিক নির্যাতন করে হাত-পা ভেঙ্গে দেয়। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় তাকে ফেলে চলে যায়। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিএসএফকে জানিয়েছি, বিএসএফের পক্ষ থেকে এখনো তারা দায় স্বীকার করেনি। আসলে কিভাবে সে মারা গেল তার সঠিক কারণ আমরা জানার চেষ্টা করছি। বিকেলে বিএসএফের সাথে পতাকা বৈঠক রয়েছে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |