লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই -এমপি তানসেন


বগুড়া অফিস: ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এমপি বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনকে বিকাশিত করে। আজকের তরুণরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তোমরা যেন কখনো মাদকাসক্ত না হও। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তোমাদের পিছিয়ে পড়লে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কোষাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম তানসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন- থানার পুলিশ পরিদর্শক (ওসি) নাসির উদ্দিন, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রেজাউল করিম, ইউপি সদস্য আব্দুল্লাহেল বাকী, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর মাহমুদ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রেজাউল করিম তানসেন।