লোকের পাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন সোলায়মান সভাপতি-শফিক সম্পাদক


আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৪ নং লোকের পাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন গত ৪ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে।ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সদস্য অবসর প্রাপ্ত শিক্ষক মো:লিয়াকত আলী ভূইয়ার সভাপতিত্বে পাঁচটিকড়ি প্রয়াত নজরুল ইসলাম চেয়ারম্যানের বাড়ির বহির আঙ্গিনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন,বিএনপি নেতা আ:রশিদ তালুকদার,আনোয়ার হোসেন বকুল,ডা.খন্দকার আব্দুল মালেক, ইউপি সদস্য শহিদুল ইসলাম,বিএনপি নেতা রতন বিএসসি,আবু সাঈদ খান আনু বিএসসি,ফরিদ আহমেদ,দেলোয়ার হোসেন, মো:আজম খান,যুবদল নেতা মোন্নাফ তালুকদার,আরিফুল ইসলাম তালুকদার প্রমুখ।বক্তারা বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্ঠা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে ঘাটাইলের বিএনপিকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলন পরিচালনা করেন,মো:জহির উদ্দিন বাবর।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সোলায়মান কবীরকে সভাপতি,মো:ফরিদউজ্জামানকে সিনিয়র সহ সভাপতি,শফিকুল ইসলাম তালুকাদরকে সাধারন সম্পাদক ও মো:আরিফুল ইসলাম তালুকদারকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ঠ্য কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।