ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শচীন ও মোস্তাফিজ এক ফ্রেমে

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আসরটির মেগা নিলামে ২ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে চুক্তি হয় কাটার মাস্টারের। আর মুম্বাইর সঙ্গে ক্যাম্পে যোগ দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি।মুম্বাইর অনুশীলন থেকে শুরু করে বিভিন্ন ফটোসেশনে বেশ উচ্ছ্বসিত মোস্তাফিজ। তাকে নিয়ে বেশ আশাবাদী মন্তব্যও করেছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।এদিকে এবার এক ফ্রেমে ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা গেছে বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজকে। কিংবদন্তি এ ব্যাটসম্যানের সঙ্গে একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেন তিনি। যেখানে ক্যাপশনে লেখেন, ‘কিংবদন্তি শচীন স্যারের সঙ্গে দুর্দান্ত ও স্মরণীয় একটি মুহূর্ত কাটলো। তার সঙ্গে সাক্ষাৎ করে অসাধারণ লাগলো।
মুম্বাইর হয়ে প্রথম থেকে ছিলেন শচীন। একটা সময় দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। বর্তমানে তিনি ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শকের ভূমিকায় রয়েছেন।এদিকে এক সাক্ষাৎকারে মোস্তাফিজ শুধু তার জন্য নয়, পুরো দলের জন্যই সমর্থন চাইলেন, ‘আমি কঠোর পরিশ্রম করে তাদের (সমর্থক) খুশি রাখার চেষ্টা করবো এবং আশা করবো তারাও আমাকে আরও বেশি ভালোবাসবেন। আশা করবো, সবাই একসঙ্গে হয়ে দলকে সমর্থন করবেন। শুধু মোস্তাফিজ নয়, গোটা দলকে সমর্থন দিনÑ এটাই আমার আশা।’
এ নিয়ে তৃতীয়বার আইপিএল আসরে মাঠে নামছেন মোস্তাফিজ। গত দু’বার তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। ২০১৬ সালে হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল কাটার মাস্টারের। তবে ২০১৭ মৌসুমে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি।আজই (শনিবার, ০৭ এপ্রিল) উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মুম্বাই। যেখানে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় ম্যাচটি রাত সাড়ে আটটায় শুরু হবে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |