শত্রুতার জেরে জমির আধা পাকা ধান কর্তন


ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা ঃ গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট ভবানীপুর গ্রামের মৃতু রইচ উদ্দীনের ছেলে মোঃ শাহজাহান মিয়ার সাথে একই গ্রামের আব্দুল বাকী মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমি জমার বিরোধ চলে আসছিল। এরিধারাবাহিকতায় গতকাল শুক্রবার ভোর ৫টায় বিবাদী বাকী মিয়ার হুকুমে অংশীদারদের জমিতে অনধিকার প্রবেশ করিয়া জমিতে থাকা আধা পাকা ধান কাটিয়ে নিয়ে যায়। কিছু ধান কাটিয়া নষ্ট করে। বিবাদীরা গায়ের জোরে অন্যায় ভাবে উক্ত জমি দখল সহ খুন জখম করার হুমকি দেয়। এবং জমির ধান কাটিয়ে নিয়ে যায় ও নষ্ট করে।,তাতে ক্ষতির পরিমান প্রায় একলক্ষ পশ্চিশ হাজার টাকা। এ ব্যাপারে একাধিক বার সালিশী বৈঠক হয়। নিম্ন তপশীল বর্ণিত জমি পরিমান মৌজা ভবানীপুর, জেল নং ৪৪,সিএস খতিয়ান নং ১১৮,আরএস-১৩৯,দাগনং-১৯৫,১৯৬,২০১,২০৫,৬৬৮,জমি ১.৯০শতক একং মৌজা-ছোট বৌলার পাড়া, জেএল নং-১৩০,খতিয়ান, নং-১৬৩,আরএস-১৬৫ দাগ নং-৭,১৩,১৫,১৭,সকল দাগে জমি ১.৪৩ শতক জমি।