ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আটোয়ারীতে যুবদলের শীতবস্ত্র বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা যুবদলের পক্ষ থেকে উপজেলার পাঁচ শতাধীক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ও ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল। উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান মানিক এর সঞ্চালনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সদস্য সচিব ও তোড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ¦ কুদরত-ই-খুদা, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ। সভায় বক্তারা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহবান জানান। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি দাবী জানান।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |