শার্শায় ভ্রাম্যমান আদালত, দুই লাখ ৮০ হাজার জরিমানা

যশোর প্রতিনিধি:যশোরের শার্শায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিভিন্ন ইটভাটায় নানা অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালত ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সূত্র জানায়, শার্শা উপজেলার সন্ন্যাসীতলায় সরকারি রাস্তার পাশে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে তবিবর রহমান ও অশোক কুমারকে ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। এছাড়া উপজেলা এলাকার বিভিন্ন ইটভাটার লাইসেন্স নবায়ন না করা, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম, অনিয়মতান্ত্রিকভাবে ট্রাক্টর ও ট্রলিযোগে ইটভাটায় মাটি এনে রাস্তাঘাট যান চলাচলে ঝুঁকিপূর্ণ করাসহ নানা অনিয়মের দায়ে উলাশীর এ কে ব্রিকসকে ৫০ হাজার টাকা, জামতলার বিশ্বাস ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং রিফা ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রকাশ্যে ধূমপান করার দায়ে এক শ্রমিককে ৩শ’ টাকা জরিমানা করেন আদালত।শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।