শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান আটকে দিল মশা


নিউজ ডেক্স : আকাশে ওড়ার সময় বিভিন্ন পাখির আঘাতের কারণে বিমান থেমে যাওয়ার ঘটনা প্রায় সময়েই ঘটে। কিন্তু মশার কারণে ফ্লাইট বিলম্ব হবার ঘটনা এবারই প্রথম। ঘটনাটি ঘটেছে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
অবিশ্বাস্য হলেও সত্য যে, শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মশার কারণে ফ্লাইট বিলম্ব হয়েছে।
জানা যায়, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অসংখ্য মশা ঢুকে পড়ে। এসময় ভেতরের যাত্রীরা চেঁচামেচি এবং হট্টোগোল শুরু করেন। বিমানটির পাইলট কোন উপায় না পেয়ে চলন্ত বিমানকে পুনরায় রানওয়েতে নামিয়ে আনেন।
একজন যাত্রী বলেন, বিমানে মশার উপদ্রব হওয়ার পর তাদের নামিয়ে দেয়া হয়। একঘন্টা মশা নিধন শেষে আড়াইঘণ্টা পরে ফ্লাইটটি পুনরায় আকাশে উড়তে সক্ষম হয়।
শাহ্জালাল বিমানবন্দরে মশা নিয়ে যাত্রীদের ভোগান্তি নতুন নয়। তবে এও সত্যি বিশ্বের ইতিহাসে মশার জন্য বিমান থামানোর নজির নেই। শাহ্জালাল বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা জানান, আমরা অনেক চেষ্টা করি যাত্রীদের যথার্থ সেবা দেয়ার জন্য। কিন্তু আমাদের মশার কাছে হার মানতে হয়।